
চিকলি ওয়াটার পার্ক (Chiklee Water Park) রংপুর শহরের হনুমানতলা এলাকায় অবস্থিত একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র। প্রায় ১০০ একর জায়গা জুড়ে বিস্তৃত এই পার্কটি দেশের প্রথম ভাসমান ওয়াটার পার্ক হিসেবে পরিচিত। চিকলি ওয়াটার পার্ক পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য একটি আদর্শ স্থান, যেখানে বিনোদন ও প্রাকৃতিক সৌন্দর্য একসাথে উপভোগ করা যায়। চিকলি ওয়াটার পার্কে দর্শনার্থীদের জন্য রয়েছে বেশকিছু ওয়াটার রাইড, পাশাপাশি বাচ্চাদের জন্য রয়েছে খেলার জায়গা, আছে একটি বিশাল নাগরদোলা।
প্রবেশ মূল্য ও সময়সূচি
পার্কের প্রবেশ মূল্য ৩০ টাকা। চিকলি ওয়াটার পার্ক প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে।
যোগাযোগ
চিকলি ওয়াটার পার্ক
হনুমানতলা রোড, রংপুর-৫৪০০
মোবাইলঃ 01726-837963
Facebook Page
কিভাবে যাবেন
দেশের যে কোনো প্রান্ত থেকে রংপুর এসে স্থানীয় পরিবহনে চরে সহজেই যেতে পারবেন চিকলি ওয়াটার পার্ক।
ঢাকা থেকে বাস ও ট্রেনে রংপুর যাওয়া যায়। ঢাকা থেকে রংপুর যাওয়ার জন্য আগমনী পরিবহন, এস আর,নাবিল, গ্রীন লাইন , টি আর ট্রাভেলস , শ্যামলী, হানিফ, কেয়া ইত্যাদি পরিবহনের বাস চলাচল করে। ঢাকার কল্যাণপুর ও গাবতলী থেকে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে ছাড়ে এসব বাস। এসি/নন এসি এসব বাসে যেতে ভাড়া লাগবে ৭৫০-১৫০০ টাকা। আবার ঢাকার কমলাপুর রেলওয়ে ষ্টেশন থেকে রংপুর এক্সপ্রেস অথবা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে চড়েও রংপুর যাওয়া যায়। ট্রেনে যেতে আসনভেদে ভাড়া লাগবে ৫৮৫ টাকা থেকে ২,০১৩ টাকা।
কোথায় থাকবেন
বেসরকারি উদ্যোগে গড়ে উঠা এই পার্কের পাশেই রয়েছে রিসোর্ট। এছারা থাকাতে চাইলে রংপুর জেলায় হোটেল নর্থভিউ, হোটেল কাসপিয়া, হোটেল শাহ্ আমানত, হোটেল গোল্ডেন টাওয়ার, হোটেল ফ্রেন্ডস আবাসিক, হোটেল রাজ আবাসিক, হোটেল গার্ডেন প্রভৃতি আবাসিক হোটেল রয়েছে।
ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।

0 মন্তব্যসমূহ