ওয়েব ডিজাইন ও ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য কি কি?
ওয়েব ডিজাইন সেক্টরে এডোবি ফটোশপ, এডোবি ইলাস্ট্রেটর, ফিগমা, অ্যাডোবি ইনডিজাইন করতে হলেও ওয়েব ডেভলপমেন্ট সেক্টরে কিন্তু আপনাকে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, বিভিন্ন সিএসএস ফ্রেমওয়র্ক, বিভিন্ন জাভাস্ক্রিপ্ট লাইব্রেরী ইত্যাদি সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে।
ওয়েবসাইটের যে অংশ আমাদের চোখের সামনে থাকে তা ডিজাইন করতে হয় একজন ওয়েব ডিজাইনারকে। একটি ওয়েবসাইটের ইন্টারফেস হলো সেই ওয়েবসাইটের ওয়েব ডিজাইন কাজ এর নির্দেশক। আর ওয়েব ডেভলপমেন্টের কাজ হলো সেই ওয়েবসাইটটিকে কোডিং এর মাধ্যমে একটি ব্যবহারযোগ্য ওয়েবসাইটে পরিণত করে তোলা। পাশাপাশি ওয়েবসাইটটিকে একটি সার্ভারে যুক্ত করা এবং সকল ব্যবহারকারীর জন্য সাইটটিকে ওপেন করাও একজন ওয়েব ডেভলপারের দায়িত্বে পড়ে।
ওয়েব ডিজাইন ও ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে কোনটি ভালো?
ওয়েব ডিজাইন ও ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে কোনটি ভালো তা নির্ভর করবে আপনার দক্ষতার উপর। আপনি যে সেক্টরের প্রতি বেশি আগ্রহী এবং যে সেক্টরটিতে আপনি বেশি দক্ষ হতে পারবেন সে সেক্টরই আপনার জন্য বেটার৷ তবে ওয়েব ডিজাইন সেক্টরে দ্রুত কাজ শিখতে পারবেন। আর ওয়েব ডেভলপমেন্ট সেক্টরে কাজ করে আর্ন করতে কিছুটা সময় লাগবে।
ইতি কথা
আশা করি এই ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট করে আপনিও বেশ ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন। যদিও একসাথে দুই সেক্টরের কাজ শেখা বোকামি! এক সেক্টরে দক্ষ হয়ে মার্কেটপ্লেসে নামলেই আপনার কাজের অর্ডার কেউই দমাতে পারবে না। হ্যাপি রিডার্স।


0 মন্তব্যসমূহ